ভূমি দফতর আইন মানো
কর্মসূচি সফল করার লক্ষ্যে লাগাতার অবস্থানের আজ প্রথম দিন...
-----------------------------------
বন্ধু ,
ইন্দোজাপান স্টিলস্ লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়ন ও পিপলস হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশন এবং কিছু সমাজ মনস্ক মানুষের উদ্যোগে গড়ে ওঠা বেলুড় শ্রমজীবী হাসপাতাল দীর্ঘদিন যাবত সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছে । জায়গার অভাবে শ্রমজীবী বহু বিভাগ খুলতে পারছে না অথচ ইন্দো জাপান কারখানা এবং গ্র্যান্ড স্মিথি কারখানা বহুদিন আগে উঠে গেছে এবং আইনত ওই জমি সরকারের।শ্রমজীবী ২০১০ সালে বাম সরকারের কাছে পরে ২০১১ সালে বর্তমান সরকারের কাছে আবেদন করে ওই সরকারি খাস জমি শ্রমজীবী হাসপাতালকে দেওয়ার জন্য। যেখানে শ্রমজীবী একটি ৩০০বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলবে।
এতদিনেও শ্রমজীবী হাসপাতাল ওই জমিটি পায়নি। প্রোমোটার ওই জমি গ্রাস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে , সরকারি ভূমি দপ্তরের আমলারা শত চেষ্টা করেও প্রোমোটারকে ওই জমি দিতে পারছে না। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত পরোক্ষে শ্রমজীবী হাসপাতালে পক্ষে রয়েছে।
আমাদের মনে হয়েছে ভূমি দফতরকে শ্রমজীবীর পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ানোর জন্য আমাদের পথে নামতে হবে। পথে নেমে আন্দোলনই একমাত্র পথ।
তাই আজ আগামী ৯ মার্চ ২০২৪ শনিবার সকাল ১০ টা থেকে বেলুড় শ্রমজীবী হাসপাতালের সামনে লাগাতার ধর্ণার সূচনা হয়েছে। প্রথম দিনের শুরুতেই অংশ নিলেন প্রায় শ দুয়েক মানুষ।
বিশিষ্ট জনেদের মধ্যে ছিলেন, জাস্টিস মলয় সেন গুপ্ত ( প্রাক্তন প্রধান বিচারপতি) , মঞ্জু কুমার মজুমদার ( শিক্ষাবিদ), অনিরুদ্ধ চক্রবর্তী (শিক্ষাবিদ), গৌতম পাল (মালদা নদী আন্দোলনের কর্মী) বিপ্লব ভট্টাচার্য ( মণিপুর পিস মেডিকেল মিশন) সেলিম মল্লিক ( দিশা, পরিবেশ সংগঠন) প্রমুখ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোটন দাস,কুশল দেবনাথ, শক্তিমান ঘোষ, সুকুমার তেওয়ারি, রাংতা মুন্সি, বাদল ভট্টাচার্যসহ বহু মানুষ।
বিকাল সাড়ে চারটে নাগাদ আচমকাই ভূমি দপ্তরের সিনিয়র অফিসার ইন্দ্রনীল সাহা ধর্ণা মঞ্চে আসেন। ইন্দ্রনীল সাহার কাছে শ্রমজীবী সহযোগী মঞ্চের পক্ষ থেকে দুটি দাবি করা হয়।প্রথমত হাইকোর্টের নির্দেশ মোতাবেক লং-টার্ম সেটেলমেন্ট প্রক্রিয়া শুরু করতে হবে। দ্বিতীয়ত, মামলা মোকদ্দমার বাইরে পড়ে থাকা ১৬ বিঘা খাস জমিতে শ্রমজীবী হাসপাতাল সম্প্রসারণ করার।
ভূমি দপ্তরের আধিকারিক দুটি দাবিই সরকারি স্তরে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।
শ্রমজীবী হাসপাতাল সহযোগি মঞ্চ সিদ্ধান্ত নেয়, যতক্ষন না দাবি পূরণ হচ্ছে ধর্ণা আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
০৯ মার্চ ২০২৪
Copyright © 2024 SRAMAJIBI Hospital . - All Rights Reserved.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.